
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে লাগাতার দলীয় কর্মসূচি বিজেপি সাংসদের। এবার প্রশাসনের কড়া নির্দেশিকা উপেক্ষা করে বাইক মিছিল শুরু হতেই তা আটকাল পুলিশ। সম্প্রতি সংসদের নেতৃত্বে পুলিশ কমিশনারের দপ্তরে স্মারক জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় জেলা সদর। বিজেপির সেই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না। ফলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। এদিকে সরকারি অনুমোদন দূরস্থান, কোনওরকম আগাম সূচনা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শনিবার বাইক মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সাংসদ। বিষয়টি নজরে পড়তেই অবাক হয় জেলা প্রশাসন। সম্প্রতি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে বাইক মিছিল করা যাবে না, এই মর্মে নির্দেশ দেওয়া হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তার পরেও জেলার চার মহকুমায় পুনরায় একইভাবে বৈঠক ডেকে প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলিকে বাইক মিছিল থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় খোদ সাংসদের এমন কর্মসূচির খবর জেলা প্রশাসনের কর্তাদের চিন্তায় ফেলে। সঙ্গে সঙ্গেই চিঠি দিয়ে জেলা বিজেপিকে কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন এসিপি ওয়ান সৌমেন ব্যানার্জি। কিন্তু এদিন সকালে নির্ধারিত সময়ে মানকুন্ডুর বাড়ি থেকে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন লকেট চ্যাটার্জি। আগে থেকেই প্রস্তুত ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গোটা রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। চন্দননগর বারাসাত গেট এলাকায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয় সাংসদকে। এরপর পায়ে হেঁটেই ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল গেটে যান লকেট। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে গেট বাজার এলাকা অবরোধ করেন লকেট। বসে পড়েন রাস্তায়। এদিন সাংসদ অভিযোগ করেন, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই বিজেপির কর্মসূচিতে আসা কর্মীদের বাইক ধরে কেস দিয়েছে। এদিকে, বাইক মিছিলের কথা অস্বীকার করেন সাংসদ। অবরোধের জেরে গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সব দলের ক্ষেত্রেই প্রশাসনিক অনুমোদন আবশ্যক। অফিস টাইমে রাস্তা আটকে দলীয় কর্মসূচি করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু আইন রয়েছে। তাছাড়া আরোহীদের হেলমেট ছিল না। তাই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে।
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও